RG Kar Incident: আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে পদত্যাগ। ABP Ananda Live
আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে পদত্যাগ। পদত্যাগ করলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য, চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে পদত্যাগের ঘোষণা। 'আর জি কর-কাণ্ডে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কয়েকজন সদস্যের, এতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সুনাম নষ্ট হচ্ছে, কাউন্সিলের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখতে। বিতর্কের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সদস্যদের কাউন্সিলের কাজ থেকে দূরে রাখা হোক।' রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের।
আরজি কর-কাণ্ডের মধ্যেই এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে উত্তেজনা। দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। রোগী কল্যাণ কমিটির বৈঠক চলাকালীন অধ্যক্ষকে ঘেরাও করল ছাত্ররা। কলেজের বিভিন্ন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
দীর্ঘদিন কলেজে কোনও ছাত্রসংসদ নির্বাচন হয়নি বলে অভিযোগ। বর্তমান ছাত্রসংসদ বাতিল করে অবিলম্বে নির্বাচনের দাবি ছাত্রদের।