Purulia MP: 'চিকিৎসকরাই আজ পশ্চিমবঙ্গে নিরাপদ নন', নাড্ডাকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে এবার নাড্ডাকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের । 'পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে তৃণমূল নেতাদের দুর্নীতি আড়ালের চেষ্টা হচ্ছে' । 'আর জি কর-কাণ্ডের পর প্রকাশ্যে চলে এসেছে স্বাস্থ্যক্ষেত্রে মমতা জমানার অনিয়ম' । 'অন্যের জীবন বাঁচানোর ব্রত যাঁদের, সেই চিকিৎসকরাই আজ পশ্চিমবঙ্গে নিরাপদ নন' । 'হাসপাতালেই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন, প্রমাণ লোপাটের চেষ্টা মমতা সরকারের' । 'নিহতের পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার চেষ্টার বদলে অপরাধীদের বাঁচানোর চেষ্টা রাজ্য সরকারের' । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়ে হস্তক্ষেপের আবেদন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে শোকজ করা হল আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের ৩ দিনের মধ্যে জবাব তলব। ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল হবে সন্দীপ ঘোষের। 

প্রবল চাপের মুখে অবশেষে অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভীক দে। মেডিক্যাল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ। শোকজ করা হল আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের ৩ দিনের মধ্যে জবাব তলব। ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল হবে সন্দীপ ঘোষের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram