Apollo Hospital: পুণেতে অ্য়াপোলোর নিজস্ব ক্লিনিকে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করলেন কলকাতার চিকিৎসকরা

ABP Ananda LIVE: পুণেতে অ্য়াপোলোর নিজস্ব ক্লিনিকে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করলেন কলকাতার চিকিৎসকরা। শুরুটা পুনেতে হলেও, আগামী দিনে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে পৌঁছে যাওয়ার পরিকল্পনা রয়েছে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটলস্-এর চিকিৎসকদের।

মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে সেতু মেরামতির কাজ বাতিল করল রেল কর্তৃপক্ষ। তাই আজ ও কাল শিয়ালদা ডিভিশনের দমদম ও বারাসাত শাখায় লোকাল ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল কর্তৃপক্ষ। এর আগে রেলের তরফে জানানো হয়, মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝে রেল সেতুতে মেরামতির কাজের জন্য পাওয়ার ব্লক করা হবে। তবে কী কারণে সিদ্ধান্ত বদল, তা স্পষ্ট করেনি পূর্ব রেল কর্তৃপক্ষ। 

কিছুদিন  আগে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝের একটি রেল সেতুর মেরামতির কাজ করা হবে। এই কাজের জন্য পাওয়ার ব্লক করা হবে  ১২ ঘণ্টা । এর জেরে স্বাভাবিক ভাবেই বাতিল করতে হবে বেশ কিছু ট্রেন। এই ঘোষণার পর থেকেই যাত্রীদের মধ্যে চিন্তার উদ্রেক হয়।
বনগাঁ , হাসনাবাদ শাখায় যাঁরা যাতায়াত করেন তাঁরা পড়েছিলেন চিন্তায়। কারণ মেরামতির কারণে শিয়ালদা থেকে ওই লাইনে ট্রেন আসা ও যাওয়া করতে পারত না। রেলের ঘোষণা অনুসারে ,বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পথও সংক্ষিপ্ত করা হয়েছিল। তবে আপাতত রেলের এই ঘোষণায় সাময়িক স্বস্তি যাত্রীদের।  

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola