Domjur News: হাসপাতাল চত্বরে খাটাল, রমরমিয়ে চলছে ব্যবসা | শোরগোল ডোমজুড়ে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: হাসপাতাল চত্বরে খাটাল। রমরমিয়ে চলছে ব্যবসা। ডোমজুড় গ্রামীণ হাসপাতালের মধ্যে পরিত্যক্ত ঘরে খাটাল ব্যবসাকে কেন্দ্র করে শোরগোল। ঘরের মধ্যে রয়েছে গরু এবং গরুর খাবার। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। এই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও খবর..
সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু। 'সন্দেশখালির পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কটাক্ষ। একজন মহিলাকে নিয়ে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন ফিরহাদ হাকিম। শুধু একজন নন, পুরো সম্প্রদায়কেই অপমান করেছেন মমতা-মন্ত্রিসভার মন্ত্রী', প্রধানমন্ত্রীকেও অসম্মান করার অভিযোগে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর
বয়সসীমা বেঁধে দেওয়া নিয়ে, ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের উল্টো সুর তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। নবীন-তত্ত্ব খারিজ করতে গিয়ে তিনি টেনে এনেছেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে, আটাত্তর বছর বয়সী ট্রাম্পের জয়ের প্রসঙ্গ। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
রেল যাত্রীদের জন্য় সুখবর। হাওড়া থেকে বাঁকুড়া যেতে লাগবে এবার আরও কম সময়। রেল সূত্রে খবর, এবার থেকে হাওড়া থেকেই এক ট্রেনে মশাগ্রাম হয়ে যাওয়া যাবে বাঁকুড়া। রেল সূত্রে খবর,পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশনের ভূমিকা পালন করবে মশাগ্রাম স্টেশন।সেখানেই শুরু হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের কাজ।