Donald Trump News: নির্বাচনী সভা চলাকালীন ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, কী বললেন অধ্যাপক ঈশানী নস্কর ?

Continues below advertisement

ABP Ananda LIVE: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে পরপর গুলি । পেনসিলভেনিয়ায় নির্বাচনী সভা চলাকালীন ট্রাম্পকে লক্ষ্য করে গুলি । ট্রাম্পের ডান কান ঘেঁষে চলে যায় গুলি । রক্তক্ষরণ হতে দেখা যায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের । আহত ট্রাম্পকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় সিক্রেট সার্ভিস । যদিও আততায়ীর গুলিতে নিহত হয়েছেন ট্রাম্পের এক সমর্থক । নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে নিহত আততায়ী । সন্ত্রাস কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, মন্তব্য বাইডেনের

আরও খবর.. 

এবার পর্ণশ্রী কো-অপারেটিভের জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 'কো-অপারেটিভের কমিউনিটি হলও দখল করে নিয়েছেন শাসক নেত্রী', অভিযোগ তুলে বিক্ষোভে পর্ণশ্রী কো-অপারেটিভের বাসিন্দারা। কো-অপারেটিভের আবাসনে পুর পরিষেবাও বন্ধ করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা কেউ কো-অপারেটিভের বাসিন্দাই নন, দাবি কাউন্সিলরের। পর্ণশ্রী কো-অপারেটিভের স্পেশাল অফিসারও তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram