Durga Puja2022:করোনা আবহ কাটিয়ে পুজোর চেনা ফেরার থিমে পঁচেটগড় রাজবাড়ির দুর্গোৎসব পালন।Bangla News

Continues below advertisement

করোনা আবহে থমকে গিয়েছিল বিশ্ব। ভাটা পড়েছিল উৎসব আয়োজনেও। এখন সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই ঐতিহ্য বজায় রেখে ফের জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব পালনে মেতে উঠতে চলেছে পূর্ব মেদিনীপুরের পঁচেটগড় রাজবাড়ি। সেই সঙ্গে এই বছরে রয়েছে বিশেষ সংযোজন।

রাস উৎসবের জন্য বিখ্যাত এই পঁচেটগড় রাজবাড়ির দুর্গাপুজো আরও পুরনো। বয়স প্রায় ৪০০। তবে কাঠামো নয়, এখানে পটে আঁকা হয় দুর্গাপ্রতিমা। গত দুই বছর জাঁকজমক ছিল না তেমন। নামমাত্র আয়োজনে সারা হয় পুজো। তবে এবছর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে এখন থেকেই কাজে লেগে পড়েছেন সকলে।

শুধু পরিবারের লোকজনই নন। মহাসমারোহে আয়োজিত পুজোর জোগাড়ে মাতেন এলাকাবাসীরাও।

করোনা আবহ কাটিয়ে পুজোর চেনা ছন্দে ফিরছে রাজবাড়ি। আর এই চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে পঁচেটগড় রাজবাড়ি জুড়ে চলছে এখন শ্যুটিং। বিগত দু'বছর ধরে করোনা আবহের জন্য তেমনভাবে এই উৎসব পালন করা যায়নি। তবে এবার তাঁরা আর কোনও খামতি থাকছে না। পুজোর আগেই রাজবাড়িসহ এখানকার দুর্গাপুজোকে তুলে ধরতে তৈরি করা হচ্ছে মিউজিক ভিডিও।‌ যার থিম হল করোনা আবহাওয়া কাটিয়ে ছন্দে ফিরছে জীবন। এই ভিডিও প্রকাশ করা হবে রাজবাড়ির তরফে, মহালয়ার দিন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram