Howrah News: উলুবেড়িয়ায় অশান্তির জের, রেল অবরোধের জেরে ৪টি দূরপাল্লার ট্রেন বাতিল | Bangla News
Continues below advertisement
উলুবেড়িয়া, পাঁচলায় বিজেপির পার্টি অফিসে আগুন। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। অন্যদিকে, হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। উলুবেড়িয়া, পাঁচলায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সাঁতরাগাছি, চেঙ্গাইল, দাসনগরে রেল অবরোধ। যার জেরে হাওড়া-খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেল অবরোধের জেরে ৪টি দূরপাল্লার ট্রেন বাতিল। ৫ ঘণ্টা পরে অবরোধ উঠল সলপে জাতীয় সড়কে।
Continues below advertisement
Tags :
BJP Clash ABP Ananda Howrah Uluberia ABP Live Domjur BJP Party Office হাওড়া Domjur Police Station উলুবেড়িয়া ডোমজুড়