Dumurjala: ডুমুরজলায় পুড়ে ছাই ৪টি বাস
হাওড়়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ৪টি বাসে আগুন। একটি মিনিবাসে প্রথমে আগুন লাগে। মিনিবাসটির ডান দিকে ছিল দু'টি স্কুল বাস। দু'টি স্কুল বাসও পুড়ে ছাই হয়ে যায়। পাশে আরও একটি স্কুল বাসও ক্ষতিগ্রস্থ হয়েছে। দমকলের ২ টি ইঞ্জন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। আগুন নেভানোর জন্য আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে আসেন।
অন্যদিকে, ভারতে মার্কিন সংস্থা মর্ডানার করোনা ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। শুরু হয়েছে ফাইজারের ভ্য়াকসিনকে ছাড়পত্র দেওয়ার ভাবনাচিন্তা। কিছু দিন আগেই কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, ভারতে ছাড়পত্র পাওয়া প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে সরাসরি ভ্য়াকসিন কিনতে পারবে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলি। এরপরই কলকাতায় বেসরকারি হাসপাতালগুলিতে সাজসাজ রব। শুরু হয়েছে ভ্য়াকসিন সংরক্ষণের প্রস্তুতি। কেনা হয়েছে বিশেষ ফ্রিজার। সূত্রের খবর, মর্ডানার ভ্যাকসিন এক মাসের কম সময়ে সংরক্ষণের জন্য ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্রয়োজন। এক মাসের বেশি মর্ডানার ভ্য়াকসিন সংরক্ষণ করতে হলে তাপমাত্রা হতে হবে -২০ ডিগ্রি সেলসিয়াস। ফাইজারের ভ্য়াকসিনও একমাস সংরক্ষণ করতে প্রয়োজন -২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একমাসের বেশি তা সংরক্ষণ করতে হবে তাপমাত্রা রাখতে হবে -৮০ ডিগ্রি সেলসিয়াস। সূত্রের খবর, নিউটাউনে সুরক্ষা ডায়গনস্টিক, মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা মর্ডানার সঙ্গে ভ্যাকসিন কেনার জন্য যোগাযোগ করে। কিন্তু মর্ডানা জানিয়েছে, তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গেই ভ্যাকসিন সরবরাহে চুক্তি করতে পারবে। ভারতের বাজারে মর্ডানার ভ্য়াকসিন কবে আসবে তা নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের উপর। কেন্দ্র এনিয়ে ইতিবাচক পদক্ষেপ করলে যাতে দ্রুত ভ্যাকসিনেশন শুরু করা যায় তার প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছে না বিভিন্ন বেসরকারি হাসপাতাল।