Durga Emersion Preparation: দশমীর সকালে গঙ্গার ঘাটে বিসর্জনের প্রস্তুতি চলছে। ABP Ananda Live
Continues below advertisement
Durga Puja 2023: দশমীর(Dasami) সকালে গঙ্গার ঘাটে বিসর্জনের প্রস্তুতি চলছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জলে-স্থলে রয়েছে পুলিশের নজরদারি। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ড্রোন উড়িয়েও নজরদারি চালানো হবে। গঙ্গাবক্ষে টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ(Traffic Police)। দশমীর দিন দুপুর সোয়া ১টা থেকে বন্ধ থাকবে চক্ররেল পরিষেবা। এদিন প্রথমে বাড়ির ঠাকুর বিসর্জন হবে। এরপর একে একে বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জনের পালা। বাবুঘাট (Babughat), জাজেস ঘাট, বাগবাজার ঘাট (Bagbazar Ghat), আহিরীটোলা ঘাট (Ahiritola Ghat)-সহ গঙ্গার একাধিক ঘাটে চলবে বিসর্জন।
Continues below advertisement
Tags :
Festival Durga Pujo Durga Puja Celebration Durga Puja Special Dasami Durga Puja 2023 DUrga Puja Religion Durga Emersion Preparation