Durga Puja: দু'পার বাংলায় উৎসবের মেজাজ, টাকি রাজবাড়ি ঘাটে প্রতিমা নিরঞ্জন
উমার বিদায়বেলায় ইছামতীর পাড়ে দুই বাংলার মিলন। উত্তর ২৪ পরগনার টাকিতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উৎসবের মেজাজ।এপারে বসিরহাটের টাকি, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। মাঝখানে বয়ে চলেছে ইছামতী। দশমীর সকালে ইছামতীতে শুরু হয় দুই বাংলার প্রতিমা বিসর্জন। টাকি রাজবাড়ি ঘাটে প্রতিমা নিরঞ্জন হয়।