Durga Puja 2022: মহালয়ার দিনে বিভিন্ন মণ্ডপে সারা হল চক্ষুদান। Bangla News

Continues below advertisement

মহালয়ার পুণ্য তিথিতে প্রতিমার চক্ষুদান পর্ব সারা হল। দৃষ্টিহীনদের হাতেই আহিরীটোলা যুবকবৃন্দের মণ্ডপে প্রতিমার চক্ষুদান হল। উদ্যোগে মন্ত্রী শশী পাঁজা। অন্যদিকে কুমারটুলি সর্বজনীনের মণ্ডপে মায়ের চক্ষুদান করলেন শিল্পী নবকুমার পাল। এবারের থিম শিরোনাম। জানা-অজানা শিল্পীদের কাজ তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়।  টালা পার্ক প্রত্যয়ে মায়ের চক্ষুদান করলেন শিল্পী সুশান্ত পাল। পুজোর বয়স ৯৭ বছর। এবারের থিম ঋতি মানে গতি। বিভিন্ন আঙ্গিকে এই গতির মাধ্যমেই মানবসম্পদের ব্যবহারকে ফুটিয়ে তুলেছেন শিল্পী। মানবসম্পদেরই উদযাপনই মণ্ডপসজ্জায় প্রাণ পেয়েছে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram