Sourav Ganguly : সুরুচি সঙ্ঘের পুজোয় গিয়ে ঢাক বাজালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। Bangla News
Continues below advertisement
সুরুচি সঙ্ঘের পুজোয় গিয়ে ঢাক বাজালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ মহাষ্টমী৷ মণ্ডপে মণ্ডপে সাড়ম্বরে দেবী বন্দনা। পুষ্পাঞ্জলি, স্তোত্রপাঠের পর হল সন্ধিপুজো। দিকে দিকে দীপের আলোয় উমা বরণের আয়োজন। বৃষ্টির ভ্রুকুটিকে হেলায় উড়িয়ে দিয়ে আলোকজ্জ্বল রাজপথের দখল নিলেন দর্শনার্থীরা। পদাতিকের মিছিল শহরের উত্তর থেকে দক্ষিণে। আলোর উত্সবে অফুরান জীবনের জয়গান।
Continues below advertisement
Tags :
ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews SouravGanguly DurgaPuja DurgaPuja2022