R G Kar Protest: প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় 'অভয়ালয়া', মানববন্ধন প্রতিবাদীদের। ABP Ananda Live

রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা। পুজোয় আছি, উৎসবে নেই, একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা।

আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু...আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। আগামীকাল থেকে দেবীপক্ষের সূচনা। আগমনীর গানে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু। মহালয়া উপলক্ষ্যে কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলছে তর্পণ। গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা। তৎপর কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা। অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার। মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ।                                      

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola