R G Kar Protest: মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে ভোর দখল প্রতিবাদীদের । ABP Ananda Live

Continues below advertisement

মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে ভোর দখল প্রতিবাদীদের। ঘাটে ঘাটে তর্পণ, জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় ভোর দখল। 

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের রাজপথ দখল। চিকিৎসক থেকে শিল্পী-মহাসমাবেশে পা মেলালেন প্রবীণরাও। 

টালিগঞ্জে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ-মিছিলে হামলা। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে মারধরের অভিযোগ। রেহাই নেই শিশু-মহিলাদেরও। অস্বীকার রত্না শূরের।

বিচারের দাবিতে ৫৪ দিন। কলেজ স্কোয়ার থেকে মহালয়ার আগে ফের পথে নেমে প্রতিবাদ। রবীন্দ্রসদনে এল পরিবার।

১০ দফা দাবিতে পুজোর আগেই লাগাতার কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তা থেকে ভয়ের রাজনীতি, সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগে আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা।

 থ্রেট কালচারের শিকার সিনিয়ররাও! সরব হলেই বদলির অভিযোগ রায়গঞ্জ মেডিক্যালের চিকিৎসকের!

পুজোর সময় কোন পথে আন্দোলন। কর্মবিরতির ঘোষণার মধ্যেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে আগামীকাল আলোচনায় বসছেন সিনিয়ররা।

৫৯জন অভিযুক্তের মধ্য়ে, ৪০জনের বিরুদ্ধেই মিলেছে 'থ্রেট কালচার' চালানোর প্রমাণ! আর জি কর-কাণ্ডে অধ্যক্ষের কাছে বিস্ফোরক রিপোর্ট তদন্ত কমিটির। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram