Durga Puja: লেক কালীবাড়িতে আয়োজন করা হল সমবেত তর্পণের, বিতরণ করা হয় মুখ্যমন্ত্রীর পাঠানো জামা-কাপড়

Continues below advertisement

ABP Ananda Live: লেক কালীবাড়িতে তর্পণের আয়োজন। মহালয়ার দিন প্রথা মেনে মন্দিরেই আয়োজন করা হল সমবেত তর্পণের। এদিন, লেক কালীবাড়িতে বিশেষ ভোগের আয়োজন করা হয়। বিতরণ করা হয় মুখ্যমন্ত্রীর পাঠানো জামা-কাপড়। মহালয়ার সকালে যখন গঙ্গার ঘাটে ঘাটে চেনা ছবি, তখন প্রতিবারের মতো এবারও তর্পণের ছবি ধরা পড়ল লেক কালীবাড়িতে। মহালয়া উপলক্ষে সকাল থেকেই লেক কালীবাড়িতে ছিল ভক্তদের ভিড়। তপর্ণের পাশাপাশি হয় পুজোপাঠ। 'বাঙালি হিন্দুদের কাছে তিনটি কারণে মহালয়ার গুরুত্ব আছে', বললেন লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাইচন্দ্র বসু ।

আরও খবর, দেবীপক্ষের সূচনায় দুঃস্থ ও বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে দাঁড়াল লায়ন্স ক্লাব। নতুন জামার সঙ্গে তুলে দেওয়া হল পুজোর নানা উপহার। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে মাতুক দুঃস্থ শিশুরাও। মায়ের আগমনী কচিকাঁচাদের শুকনো মুখেও ফুটিয়ে তুলুক হাসি। এই লক্ষ্যেই দেবীপক্ষের সূচনার মুহূর্তে এক অভিনব উদ্যোগ নিল লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram