Durga Puja 2024: পুজোতেও প্রতিবাদের গর্জন, আমন্ত্রণ পত্রে বিচার চেয়ে বার্তা। ABP Ananda Live

Continues below advertisement

৭৫ বছরে স্টার থিয়েটারের আদলে মণ্ডপ গড়েছে নাগেরবাজারের সংযুক্ত অমরপল্লি বাস্তুহারা সমিতি। তবে উৎসবে মাতলেও বিচারের দাবি ভোলেননি উদ্যোক্তারা। তাই আমন্ত্রণ পত্রে বিচার চেয়ে বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে, আর জি কর মেডিক্যালের অদূরে টালা প্রত্যয়ের মণ্ডপ এবার মোমবাতির আলোয় আলোকিত। 

বিচারের দাবিতে রাতের পর রাত জাগা, ঝড় বৃষ্টি উপেক্ষা করে পথে নামা, দিকে দিকে প্রতিবাদের গর্জন। আর জি কর কাণ্ডে তোলপাড়ের আবহেই পুজোর ঢাকে কাঠি পড়েছে। তবে এই বোল যতটা না উৎসবের, তার চেয়েও বেশি প্রতিবাদের। তাই পুজো করলেও, বিচারের দাবি থামছে না। আমন্ত্রণপত্রে এমনই বার্তা তুলে ধরেছে নাগেরবাজারের সংযুক্ত অমরপল্লি বাস্তুহারা সমিতি। ৭৫ বছরে স্টার থিয়েটারের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।

এ যেন পুজোর আগেই বিসর্জনের শোক। কোল খালি হয়েছে এক মায়ের। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সেই আর জি কর মেডিক্যাল থেকে ঢিল ছোড়া দূরত্বে টালা প্রত্যয়ের পুজো মণ্ডপ। কলকাতার অন্যতম বড় পুজো। ৯৯ বছরে এবার তাদের থিম বিহীন। মণ্ডপজুড়ে শুধুই অন্ধকার... মাঝে মাঝে আলোর বিচ্ছুরণ। পূর্বপরিকল্পিত না হলেও, মোমবাতির আলো যেন স্মরণ করায় বিচারের দাবি। উদ্যোক্তারা বলছেন, তাঁদের বার্তা একটাই - পুজোয় থাকলেও, বিচারের দাবি ভুলিনি।


Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram