Durga Puja 2025: থিম নিয়ে এবার অভিনব ভাবনা উত্তর কলকাতার রামমোহন সম্মিলনী পুজো কমিটির
ABP Ananda LIVE: পুজো আসতে আর কয়েক সপ্তাহ বাকি। পুজোর থিমে টক্কর দিতে প্রস্তুত বিভিন্ন পুজো কমিটি। থিম নিয়ে এবার অভিনব ভাবনা উত্তর কলকাতার রামমোহন সম্মিলনী পুজো কমিটির। বড়ির গয়না, বড়ির চাঁদমালায় এবার সেজে উঠবে রামমোহন সম্মিলনীর মাতৃ মূর্তির অলঙ্কার। থিমের নাম দেওয়া হয়েছে, দুর্গামায়ের অহংকার, গয়নাবড়ির অলঙ্কার। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরের রানিচক গ্রাম গয়না বড়ির জন্য বিখ্য়াত। সেখানকার শিল্পীরাই তৈরি করছেন উপকরণ। রবিবার সেই রূপকারদের গ্রামেই উদ্বোধন হল পুজোর থিমের। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পুজোর অন্যতম উদ্য়োক্তা কুণাল ঘোষ। গ্রাম বাংলার সঙ্গে কলকাতার মেলবন্ধন ঘটাতে এই বিশেষ উদ্য়োগ বলে জানান পুজো উদ্য়োক্তারা। পুজোর থিম উদ্বোধনের পাশাপাশি এদিন গ্রামের দুঃস্থ শিশুদের হাতে পুজোর জামা, পড়ার বই উপহার হিসেবে তুলে দেন পুজো উদ্য়োক্তারা। এই থিম এবার পুজোয় নজর কাড়বে বলেই আশাবাদী তাঁরা।
SSC দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম
এসএসসি দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম। ১৩৬০ নম্বরে নাম রয়েছে স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম। তৃণমূল কংগ্রেস পরিচালিত নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাস। দমদম-ব্যারাকপুর মহিলা জেলা তৃণমূলের সভাপতি স্বপ্না বিশ্বাস। মাসুন্দা বয়েজ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি স্বপ্না বিশ্বাস। তৃণমূল নেত্রী স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের চাকরি চলে গেছে। শতাব্দী বিশ্বাস ভূগোলের শিক্ষিকা ছিলেন, ২০১৯ সাল থেকে মাসুন্দা বয়েজ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।