Durga Puja: পুজোর আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা

Continues below advertisement

ABP Ananda: কলকাতা পুলিশ ট্রাফিক লাইন থেকে গাইড ম্যাপ তৈরি করা হয়েছে।আশা করি পুজোয় শান্তি থাকবে।তবে মণ্ডপে আর জি কর কাণ্ডের প্রতিবাদ হলে তৈরি আছে পুলিশ।পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে বার্তা সিপি-র।পুজোর আগে নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখতে শহরের বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ঘুরে দেখে উদ্যোক্তা এবং পুলিশের আধিকারিকদের ‍প্রয়োজনীয় পরামর্শও দেন তিনি।

আরওখবর:'ধর্ষণ ও খুনকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল বলে মনে হচ্ছে। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আশ্রয় দেওয়া হয়েছিল কি না খতিয়ে দেখা হচ্ছে,' সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল দু-জনই প্রভাবশালী ব্যক্তি, দাবি সিবিআই-এর।

আরওখবর:'আর জি করের ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। সন্দীপ ও অভিজিৎ-এর মোবাইল ফোন থেকে বেশ কিছু তথ্য মিলেছে', আদালতে বিস্ফোরক দাবি সিবিআই-এর।

আরওখবর:পরপর পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী। ভবানীপুরের ৭০ পল্লির পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরওখবর:অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূলকে নিশানা করে পোস্ট শুভেন্দু অধিকারীর। 'প্রাক্তন সাংসদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা। বোমাবাজির হয়েছে, নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য এই ভিডিওই যথেষ্ট,' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে ট্যাগ করে পোস্ট শুভেন্দু অধিকারীর।

আরওখবর:উত্তরবঙ্গ ও রামপুরহাট মেডিক্যালে পরীক্ষা দুর্নীতির অভিযোগ। ১০ সদস্যের তদন্ত কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। কমিটিতে কলকাতা মেডিক্যালের অধ্যক্ষ, এসএসকেএম ও আরআইও-র অধির্কতা। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram