Durga Puja RG Kar Protest: 'মায়ের আগমনেও এবার উই ওয়ান্ট জাস্টিস', ঊলুধ্বনির সঙ্গে তোলা হল বিচারের দাবিতে স্লোগান

মায়ের আগমনেও এবার উই ওয়ান্ট জাস্টিস। ঢাকের বাদ্দি, ঊলুধ্বনির সঙ্গে তোলা হল বিচারের দাবিতে স্লোগান। উৎসবের শুরুতেই প্রতিবাদ ধ্বনিত হল উত্তর ২৪ পরগনার পুজো মণ্ডপে। প্রতিবাদের একই ছবি দেখা গেল সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে।

এবার যাতে বিচার মেলে, মায়ের আগমনে সেই দাবি তুলল উত্তর ২৪ পরগনার উদয়রাজপুর হরিহরপুর সর্বজনীন দুর্গা পুজা কমিটি। সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতি-তেও দেখা গেল মায়ের আগমনে প্রতিবাদের ছবি।চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে সন্ধ্যা দখল করেন এলাকার মহিলারা। একটা ঘটনা যেন বদলে দিয়েছে পুজোর ছবিটা।  মায়ের আগমনকালেও তাই বিচারের দাবি। প্রতিবাদ জানাতে আগেই পুজোর অনুদানে না বলেছে একাধিক পুজো কমিটি। এবার পুজোর আগে মায়ের আগমনেও দেখা গেল প্রতিবাদ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola