Dakshineswar Kali Temple: রানি রাসমণির আর্বিভাব দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দক্ষিণেশ্বরে

Continues below advertisement

রানি রাসমণির ২৩২ম আবির্ভাব দিবস উপলক্ষে কলকাতার বিভিন্ন প্রান্তে চারদিন ব্যাপী শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন। রবিবার দক্ষিণেশ্বরের নাট মন্দিরে আয়োজন করা হল একাধিক বিশেষ অনুষ্ঠানের। রানি রাসমণির আর্বিভাব দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দক্ষিণশ্বরে। রানি রাসমণির ২৩২ম আবির্ভাব দিবস উপলক্ষে, শনিবার থেকেই শহরের বিভিন্ন প্রান্তে  শ্রদ্ধার্ঘ্য় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার দক্ষিণেশ্বরের নাট মন্দিরে আয়োজন করা হল রানি রাসমণি স্বারক সম্মান প্রদান অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন শিল্পী স্বাগতালক্ষ্মী, ইতিহাসবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। পাশাপাশি, প্রকাশ করা হয় বিশেষ রুপোর মুদ্রা। উদ্য়োক্তারা জানান, সোমবার মৌলানা আবুল কালাম আজাদ ইন্সটিটিউট অফ এশিয়ান স্টাডিজে রানি রাসমণির প্রতিকৃতি উন্মোচন করা হবে। মঙ্গলবার ভারতীয় জাদুঘরে রানি রাসমণির প্রতিকৃতির আবরণ উন্মোচন করা হবে। কলকাতার বিভিন্ন প্রান্তে হবে অনুষ্ঠান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram