Durga Pujo 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘের এ বছরের পুজোর প্রস্তুতি

Continues below advertisement

ABP Ananda Live: খুঁটি পুজো দিয়ে শুরু হল লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘের এ বছরের পুজোর প্রস্তুতি। উপস্থিত ছিলেন রাসবিহারীর বিধায়ক ও মেয়র পারিষদ দেবাশিস কুমার। চতুর্থ বছরে সেবক সঙ্ঘের নিবেদন 'আলোকধারা'। 

হাতে আর মাত্র ২ মাস...শারদোৎসবের আনন্দে মাতবে বাংলা...তার আগে খুঁটিপুজোর হাত ধরে শহরে উৎসবের ছোঁয়া লাগতে শুরু করেছে। রবিবার ধুমধাম করে পুজোর সূচনা হয়ে গেল লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘে। এই পুজোর শুরু ২০০৭ সালে হলেও, বারোয়ারির তালিকায় নাম লিখিয়েছে ২০২১-এ। কলকাতার পুজো মানচিত্রে নবীন সদস্য হলেও ইতিমধ্যেই নজর কেড়েছে লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘ। চতুর্থ বছরে তাদের নিবেদন 'আলোকধারা'।

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রাসবিহারীর বিধায়ক ও মেয়র পারিষদ দেবাশিস কুমার, তৃণমূল কংগ্রেসের যুব নেতা নির্বাণ রায়-সহ আরও অনেকে। এবারও লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘের প্রতিমা তৈরি করছেন শিল্পী দীপেন মণ্ডল। ছাঁচে নয়, হাতেই উমার মুখ ফুটিয়ে তোলেন তিনি। সাবেকিয়ানা ও আধুনিকত্বের এই মেলবন্ধনের সাক্ষী থাকতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে, আশাবাদী পুজো উদ্য়োক্তারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram