Durgapur: লিফটের নীচে আধিকারিকের দেহের হদিশ, খুনের মামলা রুজু করে তদন্তে পুলিশ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: দুর্গাপুর স্টিল প্লান্টের আধিকারিকের রহস্যমৃত্যু, খুনের মামলা রুজু । লিফটের নীচে দেহের হদিশ, খুনের মামলা রুজু করে তদন্তে পুলিশ । কলকাতা থেকে পরিবার দুর্গাপুর ফেরার পরেই বাড়িতে গেল পুলিশ । লিফটের নীচে দেহের হদিশ, ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় পুলিশ । এখনও আসেনি DSP আধিকারিকের ময়নাতদন্তের রিপোর্ট: পুলিশ সূত্র । ২৭ অক্টোবর: অফিস আসার পর বেরিয়েই নিখোঁজ হয়ে যান সুমিত ভট্টাচার্য । ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় অফিসের জন্য বেরোনোর পর থেকেই নিখোঁজ  । ১৫ ঘণ্টা পরে পরের দিন কারখানার লিফটের নীচ থেকে দেহের হদিশনিরাপত্তার দায়িত্বে থাকা CISF, স্নিফার ডগ এনেও খোঁজ মেলেনি সুমিতের । দুর্গাপুর স্টিল প্ল্যান্টের র' মেটিরিয়াল বিভাগের জেনারেল ম্যানেজার সুমিত ভট্টাচার্য । প্রায় ১৫ ঘণ্টা পর কারখানা চত্বরে একতলায় লিফটের নীচ থেকে উদ্ধার হয় দেহ । রাত আড়াইটে নাগাদ লিফটের নীচে পড়ে থাকতে দেখা যায় আধিকারিকের দেহ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram