Mamata Banerjee: ১১ দিনের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী, কলকাতা বিমানবন্দরে ঘুরে দেখলেন বিশ্ববাংলার স্টোর

Continues below advertisement

Mamata Banerjee:  রাজ্য়ে লগ্নি আনতে ১১ দিনের বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী।  কলকাতা বিমানবন্দরে পৌঁছে ঘুরে দেখলেন বিশ্ববাংলার স্টোর। কলকাতা থেকে দুবাই হয়ে আগামীকাল স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এই সফরে প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর মাদ্রিদ থেকে ট্রেনে চড়ে যাবেন বার্সেলোনা। যোগ দেবেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে থাকছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের একজন করে প্রতিনিধি। লন্ডন থেকে এসে প্রতিনিধিদলে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে। ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram