DYFI: তৃতীয় দিনে পড়ল DYFI-এর ইনসাফ যাত্রা | ABP Ananda LIVE
Continues below advertisement
তৃতীয় দিনে পড়ল DYFI-এর ইনসাফ যাত্রা। গতকাল আলিপুরদুয়ার থেকে ফালাকাটা হয়ে রাতে জলপাইগুড়ি জেলার বানারহাটে পৌঁছয় সিপিএমের যুব সংগঠনের পদযাত্রা। আজ তৃতীয় দিনে বানারহাটের চা-বলয় ছুঁয়ে DYFI-এর ইনসাফ যাত্রা এগোবে ধূপগুড়ি, ময়নাগুড়ি ধরে জলপাইগুড়ি শহরের পথে। নেতৃত্বে DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও কলতান দাশগুপ্ত। কোচবিহার থেকে শুরু হয়েছে সিপিএমের যুব সংগঠনের এই পদযাত্রা। শূন্যপদে নিয়োগ, শিক্ষায় দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষার দাবিতে প্রায় ২ মাস ধরে ২ হাজার কিলোমিটারেরও বেশি হাঁটবেন DYFI-এর নেতা-কর্মীরা। ৭ জানুয়ারি ব্রিগেডে পৌঁছনোর পর সমাবেশ হবে।
Continues below advertisement