DYFI: একাধিক ইস্যুতে DYFI-এর ইনসাফ যাত্রা পূর্ব মেদিনীপুর থেকে প্রবেশ করল হাওড়ায়
Continues below advertisement
শিক্ষায় দুর্নীতির প্রতিবাদ, চাকরির দাবিতে ১ হাজার দিনের আন্দোলনে সংহতি এবং ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবি। এই সমস্ত ইস্যুকে সামনে রেখে সিপিএমের যুব সংগঠন DYFI-এর ইনসাফ যাত্রা পূর্ব মেদিনীপুর থেকে প্রবেশ করল হাওড়ায়। সামিল হলেন নিহত ছাত্রনেতা আনিস খানের বাবা। কর্মসূচির ৩৭ তম দিনে, হাওড়ার দেউলটিতে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যান মীনাক্ষী মুখোপাধ্যায়রা। কথাশিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পরে, দেউলটিতে পথসভা করে ডিওয়াইএফআই নেতৃত্ব। সেখান থেকে তাঁরা যান নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে। এরপর বাইনান ষষ্ঠীতলা হয়ে, মিছিল এগোয় বাগনানের লাইব্রেরি মোড়ের দিকে। হয় মশাল মিছিল ও পথসভা। রবিবার হাওড়ার উলুবেড়িয়ায় পৌঁছবে ইনসাফ যাত্রা।
Continues below advertisement