East Bardhaman: পূর্ব বর্ধমানে ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে শোরগোল, CBI তদন্তের দাবি করে পথে আদিবাসী সংগঠন | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ খুনে তোলপাড়ের মধ্যেই পূর্ব বর্ধমানে ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে শোরগোল। ঘটনায় SIT গঠন করে তদন্তে নামলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি জেলা পুলিশ। ঘটনায় CBI তদন্তের দাবি করে এবার পথে নামল আদিবাসী সংগঠন। ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ।

আর জি কর কাণ্ডে এবার চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী তলব লালবাজারের। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে ২ চিকিৎসককে নোটিস। 'ভিত্তিহীন অভিযোগ, হয়ত বোঝাতে চাইছে, মতামত যাতে না দিই', আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ, প্রতিক্রিয়া কুণাল সরকারের। কোনও গুজব ছড়াইনি, মৃতার পরিচয়ও প্রকাশ্যে আনিনি, প্রতিক্রিয়া সুবর্ণ গোস্বামীর

আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram