East-West Metro: জোকা-বিবাদী মেট্রো রুটে প্রস্তাবিত ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন নিয়ে জট কাটল।Bangla News
Continues below advertisement
জোকা-বিবাদী মেট্রো রুটে প্রস্তাবিত ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন নিয়ে জট কাটল। স্টেশন তৈরির অনুমতি দিলেন ভিক্টোরিয়া কর্তৃপক্ষ । এর আগে কৃত্রিম কম্পন তৈরি করে পরীক্ষা করা হয় এলাকায়। মেট্রোর কাজ চললে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কী প্রভাব পড়তে পারে? তা আঁচ করতে তৈরি করা হয় কৃত্রিম কম্পন। কৃত্রিম কম্পনের প্রভাব নিয়ে রিপোর্ট দেখানো হয়েছে আইআইটি খড়গপুরকে। রিপোর্ট দেখেছে রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটও। সন্তুষ্ট হয়ে শর্তসাপেক্ষে কাজের অনুমতি দিল ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। কাজ শুরু হলে আইটিআইটি মাদ্রাজ থাকবে পর্যবেক্ষণে, শর্ত দিয়েছে ভিক্টোরিয়া।
Continues below advertisement
Tags :
Kolkata Metro ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Victoria Memorial Joka এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ জোকা ভিক্টোরিয়া মেমোরিয়াল Victoria Memorial Station