East West Metro: মাত্র ৪৬ সেকেন্ডেই গঙ্গার এপার থেকে ওপারে পৌঁছে গেল মেট্রো, উত্তেজিত যাত্রীরা
সাধারণের জন্য খুলে গেল হুগলি নদীর (Hooghly River) নীচের পাতাল পথ! গঙ্গার নীচ দিয়ে শুরু হল মেট্রোর (Metro) যাত্রী পরিষেবা। আজ থেকেই চালু হল নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা-তারাতলা লাইনের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের মেট্রো। প্রথম যাত্রার সাক্ষী হতে যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই রাত থেকে লাইন দেন টিকিটের জন্য।