Howrah Ganga Metro: দেশের প্রথম জলের তলা দিয়ে মেট্রো রেলে ট্রেনের পাইলটের কন্যারা, বাবার জন্য গর্বিত

ছুটল গঙ্গার তলা দিয়ে মেট্রো (Kolkata Metro)। সকাল থেকে হাজারো মানুষের ভিড়। আকাঙ্ক্ষা, দেশের প্রথম জলের তলা দিয়ে মেট্রো রেলে চড়ার। ট্রেনের পাইলট ছিলেন বিকাশ কর। প্রথম ট্রেনে সওয়ার তাঁর দুই মেয়ে অঙ্কিতা, অনুষ্কা ও স্ত্রী মুক্তা।বাবার জন্য গর্বিত, সফরকালে জানালেন এবিপি আনন্দকে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর রুট ৪.৮ কিলোমিটার। এর মধ্য়ে গঙ্গার নীচের মেট্রো পথ ৫২০ মিটার। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মোট ৪টি স্টেশন রয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola