Primary Recruitment Scam: প্রাথমিক নিয়োগে ED-র চার্জশিটে 'লিপস অ্যান্ড বাউন্ডস' | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: প্রাথমিক নিয়োগে ED-র চার্জশিটে 'লিপস অ্যান্ড বাউন্ডস'। নিয়োগ দুর্নীতি মামলায় ED-র সাপ্লিমেন্টারি চার্জশিট। নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্ডসের বিরুদ্ধে চার্জশিট। ED-র চার্জশিটে পার্থ পরিচালিত একাধিক 'ভুয়ো' কোম্পানি। ED-র চার্জশিটে 'কালীঘাটের কাকু' পরিচালিত একাধিক কোম্পানি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নামও ED-র চার্জশিটে। ED-র চার্জশিটে বেঙ্গল মার্লিনের কর্ণধার সুশীল মোহতারও নাম। ব্যক্তি-সংস্থা মিলিয়ে ২৯জনের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট, খবর সূত্রের। কোটি কোটি টাকার লেনদেন, ১০ হাজার পাতার নথি পেশ ED-র। ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে চার্জশিট পেশ কেন্দ্রীয় এজেন্সির। 

 

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ ব্রিটিশ পার্লামেন্টে। একে একে মুখ খুলছেন ব্রিটিশ সাংসদরা। প্রীতি প্যাটেলের পর এবার ব্যারি গার্ডনার। বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের ওপর হিংসার ঘটনার কড়া নিন্দা করে সরকারের হস্তক্ষেপ চাইলেন ব্রিটিশ সাংসদরা।

সোমবার ইংল্যান্ডের লেবার পার্টির সাংসদ ব্যারি গার্ডনারের হাউস অফ কমন্সে তোলা প্রশ্নের জবাবে, ইন্দো-পেসিফিকের দায়িত্বে থাকা বিদেশ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানান, গত মাসে তাঁর বাংলাদেশ সফরের সময় অন্তর্বর্তী সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে সেদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে সাহায্য করা হয়।

তিনি বলেন, "পরিচিত হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতারির পর ভারত সরকার উদ্বেগ প্রকাশ করে যে বিবৃতি জারি করেছে তা নিয়ে আমরা ওয়াকিবহাল। ঘটনার দিকে নজর রেখেছে ইংল্যান্ডের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস। ইংল্যান্ড সরকার পরিস্থিতির দিকে নজর রাখা জারি রাখবে। এর পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করবে, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা কথা। বিশেষ করে সেটা যখন হিন্দু সম্প্রদায়কে আঘাত করছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram