Recruitment Scam : পর্ষদ অফিসেই চাকরি বিক্রির বৈঠক! বিস্ফোরক দাবি ইডি-র
Continues below advertisement
চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই। নিজের কাজ করানোর জন্য সেখানে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আদালতে রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি করল ইডি। সূত্রের খবর, শুধু মানিকের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি নয়, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করে সুজয়কৃষ্ণ সম্পর্কে প্রচুর তথ্য মিলেছে। ইডি-র দাবি,জেরায় তাপস মণ্ডল জানিয়েছেন, ২০১৪র টেটের জন্য ৩২৫ জন চাকরিপ্রার্থীর তালিকা সুজয় ভদ্রর হাত দিয়ে মানিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এছাড়া, এই ৩২৫ জনকে চাকরি পাইয়ে দিতে ৩ কোটি ২৫ লক্ষ টাকা তাপস মণ্ডলের কাছ থেকে নিয়েছিলেন কুন্তল ঘোষ। রিমান্ড লেটারে এমনই দাবি করেছে ইডি। সুজয়কৃষ্ণ-মানিক-কুন্তল, এই ত্র্যহস্পর্শ যোগে কোটি কোটি টাকায় চাকরি-বিক্রি হয়েছে বলে ইডি-র দাবি।
Continues below advertisement