Ration Scam: রেশন দুর্নীতির তদন্তে ফের অ্যাকশনে ED, কলকাতার ৬টি জায়গায় একযোগে চলছে তল্লাশি-অভিযান
Continues below advertisement
রেশন দুর্নীতির তদন্তে ফের অ্যাকশনে ED। কলকাতার ৬টি জায়গায় একযোগে চলছে তল্লাশি-অভিযান। সল্টলেকের IB ব্লকের একটি বাড়িতে হাজির ED-র আধিকারিকরা। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে পৌঁছে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
Continues below advertisement