Ed Raid: ফের রাজ্যে ইডি-র অভিযান, বেলঘরিয়া ও হাওড়ার সালকিয়ায় চলছে তল্লাশি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ফের রাজ্যে ইডি-র অভিযান । দিল্লির একটি সাইবার প্রতারণা মামলায় বেলঘরিয়া ও হাওড়ার সালকিয়ায় চলছে তল্লাশি বেলঘরিয়ায় সফটওয়ার কোম্পানির কর্মী রমেশ প্রসাদের ফ্ল্যাটে হানা ইডি আধিকারিকদের । স্থানীয়দের দাবি, এই ব্যক্তি ৬ মাস আগে এখানে ফ্ল্যাট কিনেছেন । অন্যদিকে, সালকিয়ায় ব্যবসায়ী সুরয দুবের বাড়িতেও হানা দিয়েছে ইডি ।  পরিবারের দাবি, ওই ব্যবসায়ী বর্তমানে গুজরাতে আছেন

জুনের ইউজিসি-নেট বাতিল (UGC NET Cancelled) করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি-নেট বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ইউজিসি-নেট বাতিল। ১৮ জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ। দুই শিফটে পরীক্ষা হয়েছিল।

সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে খবর এসেছে, ওই পরীক্ষায় কোনও ত্রুটি রয়েছে। তারপরে শিক্ষামন্ত্রক ওই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সূত্রের খবর, শিক্ষামন্ত্রক জানিয়েছে ওই পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছিল বলে তাদের কাছে খবর এসেছে। সেই কারণেই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola