ED Raid: এসএসসি-নিয়োগ দুর্নীতি মামলায় ৮ জায়গায় ইডির হানা। ABP Ananda Live
West Bengal News: সকাল থেকে ফের শহরে ED-র অভিযান। এসএসসি-নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় এবার তিন মিডলম্যান প্রসন্ন রায় এবং তাঁর সহযোগী প্রদীপ সিং (Pradip Singh) ও রোহিত ঝা (Rohit Jha)-র ৮টি ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি (Central Agency)। এদিন সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে নিউটাউনের (Newtown) বলাকা আবাসনে দুই মিডলম্যান প্রসন্ন ও প্রদীপের দুটি ফ্ল্যাট, কাছেই আইডিয়াল ভিলায় প্রসন্নর বাংলো এবং আরও একটি ঠিকানায় পৌঁছে যায় ED। এ ছাড়াও, নিউটাউনের টার্মিনাস বিল্ডিংয়ে প্রসন্নর অফিস এবং মুকুন্দপুরের নয়াবাদের একতা আবাসনে প্রসন্নর সহযোগী ও আরেক মিডলম্যান রোহিত ঝা-র ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। ED-র দাবি, রোহিত ঝা তদন্তে উঠে আসা নতুন মিডলম্যানের নাম। নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের সংস্থায় কাজ করতেন রোহিত। ED-র দাবি, তাঁকে নিয়োগ দুর্নীতির টাকা তোলার কাজে ব্যবহার করেছেন প্রসন্ন। প্রদীপ সিংয়ের মতো রোহিত ঝা-র নামেও অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির টাকা জমা পড়ত। ED-র দাবি, এখনও পর্যন্ত এমন বেশ কিছু অ্যাকাউন্টের হদিশ মিলেছে। ABP Ananda Live