ED: একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে এবার মুর্শিদাবাদে কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেটকে তলব ইডি-র। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: একশো দিনের কাজে (100 Days Work) দুর্নীতির অভিযোগে এবার মুর্শিদাবাদে (Murshidabad) কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেটকে তলব ইডি (ED)-র। আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ ইডি-র। ইডি-র দাবি, সঞ্চয়ন পান হুগলির ধনেখালির বিডিও থাকাকালীন একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে। সঞ্চয়ন পানের কাছে জানতে চাওয়া হবে কীভাবে গোটা প্রক্রিয়া চলত, খবর ইডি সূত্রে। টেন্ডার ও টাকাপয়সার লেনদেনের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে সরকারি আধিকারিককে, খবর ইডি সূত্রে। এর আগে আগামীকাল বেলডাঙায় গ্রাম পঞ্চায়েতের বহিষ্কৃত পঞ্চায়েত আধিকারিক রথীন্দ্র দে-কে তলব করেছিল ইডি। ABP Ananda Live
Continues below advertisement