Jyotipriya Mallick Arrest: ৩ ভুয়ো সংস্থার মাধ্য়মে 'সাদা' ১২ কোটি 'কালো টাকা'? ABP Ananda Live
Ration Scam Arrest: রেশন বণ্টন (Ration Scam) দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ইডির (ED) হাতে গ্রেফতার প্রাক্তন খাদ্য়মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী। ২০ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির নজরে ৩ ভুয়ো সংস্থা। এই ৩ সংস্থার মাধ্যমে ১২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে, খবর ইডি সূত্রে। ওই ৩ সংস্থায় ৮ কোটি টাকা জমা পড়েছে, খবর ইডি সূত্রে। জেরার সময় বাকিবুরের স্বীকারোক্তি, ঋণ হিসেবে টাকা গিয়েছে জ্যোতিপ্রিয়র কাছে, খবর সূত্রের। সেই টাকা কোনওদিন ফেরত আসেনি, খবর ইডি (ED Raid) সূত্রে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। বাকিবুর ও মন্ত্রীর পিএকে জিজ্ঞাসাবাদে একাধিক গুরত্বপূর্ণ তথ্য, ইডি সূত্রে খবর। সেই তথ্যে ভিত্তিতে জ্য়োতিপ্রিয় মল্লিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ইডি সূত্রে খবর। তদন্তে অসহযোগিতা করেন মন্ত্রী, বয়ানে একাধিক অসঙ্গতি, ইডি সূত্রে দাবি। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে মন্ত্রীর মোবাইল, ইডি সূত্রে দাবি। এটা বিজেপি ও শুভেন্দু অধিকারির (Suvendu Adhikari) ষড়যন্ত্র, দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের।