Ration Scam: রেশন দুর্নীতি মামলায় ফের মন্ত্রীকে হেফাজতে চাইবে ED? ABP Ananda Live
Continues below advertisement
প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রীকে আজ নিজেদের হেফাজতে চাইবে ইডি (ED)। সূত্রের খবর, রেশন-কেলেঙ্কারির (Ration Scam) তদন্তে উঠে এসেছে বেশ কিছু কোম্পানির নাম। ওই সব সংস্থায় বাকিবুর রহমানের জড়িত থাকার প্রমাণও মিলেছে। অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে আরও একটি সংস্থার হদিশ মিলেছে। যারা বাকিবুর-মডেলেই কলকাতা, হাওড়ার বিভিন্ন জায়গায় সাম্রাজ্য বিস্তার করেছে, দাবি ইডি-র। এই সমস্ত সংস্থায় রেশন দুর্নীতির (Ration Corruption Case) কালো টাকা ঢুকেছে বলে মনে করছে ইডি। সেই সমস্ত তথ্য প্রমাণ দাখিল করে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ফের হেফাজতে নিতে আবেদন জানাবে ইডি। গত কয়েকদিন ধরে যে টানা তল্লাশি অভিযান চলছে, তাতে যা যা তথ্য মিলেছে, সেগুলিই তুলে ধরা হবে আদালতের সামনে।
Continues below advertisement