Bratya Basu: 'এভাবেই তিনি বাংলার শিক্ষাবিদদের সঙ্গে ব্যবহার করেন', ব্রাত্যর পোস্টে তুঙ্গে রাজ্যপাল-রাজ্য সংঘাত
Continues below advertisement
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল-রাজ্য সংঘাত তুঙ্গে। ৬টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু, খবর রাজভবন সূত্রে। শিক্ষা দফতরের ৩১ জনের তালিকা থেকে ৭ অধ্যাপককে ডেকেছিলেন রাজ্যপাল। ৭ অধ্যাপকের মধ্যে রাজভবনে এলেন ৫জন, গরহাজির ২। রাজ্যপালের বদলে ৫ জনের সঙ্গে কথা বললেন রাজভবনের এক আধিকারিক । 'কয়েকজন শিক্ষাবিদকে রাজভবনে ডেকে, দেখা করেননি রাজ্যপাল।' 'তার বদলে উপাচার্যর ক্ষমতা কী কী, তা নিয়ে এক আধিকারিকের বক্তৃতা তাঁরা শুনেছেন।' 'তিনি শুধু আতিথেয়তার প্রথাকেই অপবিত্র করেননি, শিক্ষাবিদদের অসম্মানও করেছেন।' 'এভাবেই তিনি বাংলার শিক্ষাবিদদের সঙ্গে ব্যবহার করেন, লজ্জা!' সোশাল মিডিয়ায় পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
Continues below advertisement