Adeno Virus: সামনেই জন্মদিন, তার আগে বাড়ি ফিরতে চান অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত অষ্টম শ্রেণির পড়ুয়া। ABP Ananda Live
Continues below advertisement
১৯ জুন জন্মদিন। তার আগে বাড়ি ফিরতে চায় সুদেষ্ণা। আপাতত তার ঠিকানা বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল। সেখানে একমো-র সাহায্যে বেঁচে থাকার লড়াই করছে অ্যাডিনো ভাইরাসে (Adeno Virus) আক্রান্ত অষ্টম শ্রেণির পড়ুয়া। বাগুইআটির জ্যাংড়ার বাসিন্দা সুদেষ্ণা বসু জানুয়ারি মাসে অ্যাডিনোয় আক্রান্ত হয়।
৩৫ দিনের ওপর একমো-র সাহায্যে লড়াই করছে ওই কিশোরী। চিকিৎসার খরচ ৪৫ লক্ষ ছাড়িয়েছে। তবু হাল ছাড়েননি LIC-র এজেন্ট সুকান্ত বসু। মেয়ের লড়াইয়ের সঙ্গী হয়েছেন বাবা। সুদেষ্ণার বোন সুদর্শনাও অ্যাডিনো-আক্রান্ত হয়। সেরে উঠে সে-ও দাঁড়িয়েছে দিদির পাশে। বড় মেয়ের চিকিৎসায় আর্থিকভাবে সর্বস্বান্ত হতে চললেও এখনও হাল ছাড়েনি জ্যাংড়ার বসু পরিবার।
Continues below advertisement
Tags :
Adeno Virus