Ek Dojon Golpo: ‘বিজেপিতে যোগ দিলে সিবিআই, ইডি-র সব মামলা বন্ধ করা হবে’, বিস্ফোরক মণীশ শিসোদিয়া

Continues below advertisement

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের সম্পত্তির খোঁজে ভোলে ব্যোমের পর, এবার, বোলপুরেরই শিবশম্ভু রাইস মিলে হানা দিল CBI। প্রায় সোয়া ৪ ঘণ্টা তল্লাশি চালালেন গোয়েন্দারা। উদ্ধার হয়েছে বেশ কিছু নথি, দাবি সিবিআইয়ের। এই শিবশম্ভু রাইস মিলের সঙ্গে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের যোগ থাকতে পারে, দাবি সিবিআইয়ের। মিলের মালিকানা নিয়ে ধন্দ। সরকারি প্রকল্পের জন্য এই মিল থেকেই যেত অতি নিম্নমানের চাল, অভিযোগ প্রাক্তন কর্মীর। তদন্তে তাই এদিন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসাররাদের সঙ্গে নিয়ে এখানে আসেন CBI’এর গোয়েন্দারা।

বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুত্‍বরণ গায়েন। সূত্রের খবর, বর্তমানে তাঁর বুকে ও পেটে ব্যথার সমস্যা রয়েছে। গতকালই তাঁর বাড়িতে দেড় ঘণ্টা ধরে তল্লাশি চালায় CBI। 

‘বিজেপিতে যোগ দিলে সিবিআই, ইডি-র সব মামলা বন্ধ করা হবে’ চাঞ্চল্যকর অভিযোগ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার। আম আদমি পার্টি ভাঙার টোপও দেওয়া হয়েছে তাঁকে, অভিযোগ শিসোদিয়ার। উত্তরে বলেছি যা খুশি করতে পারেন, দাবি মণীশ শিসোদিয়ার। কোনও গ্রিটিংস কার্ড পাবেন না, সিবিআইয়ের নোটিসই পাবেন, পাল্টা কটাক্ষ বিজেপির। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram