Ek Dojon Golpo: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ মানিক ভট্টাচার্য
রাজ্যের মন্ত্রী জাভেদ খানের ছেলে, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জবরদখল, মারধর,হুমকির মতো অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ এক পরিবার। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি শম্পা সরকার। কাল মামলার শুনানি। এদিকে এ নিয়ে রাজ্যের মন্ত্রী বা তাঁর ছেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
তাঁকে অপসারণের নির্দেশ দেওয়ার এক্তিয়ার কি সিঙ্গল বেঞ্চের আছে? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে প্রশ্ন অপসারিত প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের। হলফনামা জমা দেওয়ার সুযোগ না দিয়েই বিরূপ মন্তব্য করা হয়েছে বলেও, দাবি তাঁর। যা নিয়ে শুরু হয়েছে তরজা।
খারিজ হয়ে গেল রাজ্য সরকারের যুক্তি। ২০১৪’র প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বিজেপি নেতার করা মামলা গ্রহণযোগ্য। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এত বছর পর এই বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা করা গ্রহণযোগ্য নয় বলে আগে আদালতে যুক্তি দিয়েছিল রাজ্য সরকার।