Ek Dozen Golpo: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই

Continues below advertisement

রাজ্যপালের জায়গায়, মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চেয়ে, বিল পাস হয়ে গেল বিধানসভায়।  বিল নিয়ে আলোচনার সময়, রাজনৈতিক ব্যক্তিত্বকে আচার্য পদে বসানো নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়করা। পাল্টা শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিশ্বভারতীর আচার্য হলে, মুখ্যমন্ত্রীর আচার্য হতে বাধা কোথায়?

 

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই।  সিবিআই সূত্রে খবর, নরেন কান্দু, দীপক কান্দু সহ যে ৫ জনকে তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম রয়েছে চার্জশিটে। আজ পুরুলিয়া জেলা আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। তবে সিবিআই জানিয়েছে, তদন্ত এশেষ হয়নি।

 

উচ্চমাধ্যমিকে ফেল করেও পাস করানোর দাবি। কলকাতা থেকে জেলা... দফায় দফায় অকৃতকার্যদের বিক্ষোভ। সল্টলেকে তুলকালাম। পরীক্ষা ব্যবস্থায় পাস-ফেল প্রথা থাকবে। সবাই পাস করবে এমন নয়, জানিয়ে দিলেন সংসদ চেয়ারম্যান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram