Ekhon Kolkata (1): কাজ হল না আবেদনে, জেলেই থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ১৪ নভেম্বর পর্যন্ত জেলেই পার্থ। কাজ হল না আবেদন, জেলেই থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। ১৪ নভেম্বর পর্যন্ত পার্থর সঙ্গে কল্যাণময়, সুবীরেশদেরও হাজতবাস। দলের সঙ্গে আছি, একশোবার আছি, কোর্ট থেকে বেরোনোর সময় বললেন পার্থ। তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য প্রসঙ্গে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের মামলায় ফের জেল হেফাজত, ইডির মামলায় রায়ের অপেক্ষা। আমাকে বাঁচতে দিন, ইডির মামলায় জামিন চেয়ে কাতর আবেদন পার্থর।
আন্দোলন করলেই চাকরি নয়, এবার বুঝিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। আন্দোলন করলেই সবাইকে চাকরি দিতে হবে, এটা হতে পারে না। আন্দোলনের সঙ্গে চাকরির সম্পর্ক কী ? চাকরি হবে যোগ্যতা, মেধার ভিত্তিতে। নেট পাস করে সবাই চাকরি পায় ? জয়েন্ট পাস করে সবাই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পায় ? চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আন্দোলন বা মামলা দিয়ে নিয়োগ ব্যাহত হলে নেগেটিভিটির জন্ম হয়। সরকারের কাজ করা মুশকিল হয়। এই বিভ্রান্তি দূর করতেই আদালতে গেছি। অতীতের ভুল শোধরাতে হবে, একদিকে সংশোধন, অন্যদিকে নতুন নিয়োগ। অধিকাংশরা চাকরি পান বিরোধীরা চাইছেন না। চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর