Ekhon Kolkata (1): পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র ভাণ্ডারের হদিশ
Continues below advertisement
পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র ভাণ্ডারের হদিশ। শাসনের তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার। উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র, ৫৪ রাউন্ড গুলি, ৮ কেজি বোমার মশলা। তৃণমূল নেতা সুকুর আলিকে গ্রেফতার করেছে এসটিএফ। বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তর অভিযোগ তৃণমূলের। ধৃত সুকুর আলির ১০ দিনের পুলিশ হেফাজত।
অনুব্রত-প্রসঙ্গে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। "অনুব্রত জামিন পেলে বীরভূমের ভোট শান্তিপূর্ণ হবে না। অনুব্রত ছাড়া পেলে পঞ্চায়েত ভোট রক্তাক্ত হবে. গতবছরের থেকেও পরিস্থিতি খারাপ হবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অনুব্রতকে ভিতরে রাখা দরকার। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট প্রয়োজন। তৃণমূলের মধ্যেই ৫০ শতাংশ নির্দল হয়ে যাবে। প্রার্থী দেওয়া নিয়ে প্রথমে তৃণমূলের অন্দরেই সংঘর্ষ হবে।'' মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের>
Continues below advertisement
Tags :
West Bengal Anubrata Mondal Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE Dilip Ghosh ABP Ananda Digital ABP Ananda Arms Recover ABP Ananda Bengali News