Ekhon Kolkata (2): উচ্চমাধ্যমিকে ফেল কেন? পাস করানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের
Continues below advertisement
ফের উত্তপ্ত বেথুয়াডহরি। রেল লাইনের ধারে বিক্ষোভ। পুলিশের কাঁদানে গ্যাস। লাঠিচার্জ। বেশ কয়েকজন আটক।
উচ্চমাধ্যমিকে ফেল কেন? পাস করানোর দাবিতে শিক্ষা সংসদের সামনে পড়ুয়াদের বিক্ষোভে ধুন্ধুমার।
গতবারে পরীক্ষা হয়নি, তাই ১০০ শতাংশ পাস। সবাই তো পাস করবে এমন নয়। প্রায় ৮০ হাজার অনুত্তীর্ণদের মার্কশিট ইমেল করে পাঠানো হয়েছে।
জানাল শিক্ষা সংসদ।
প্রচণ্ড গরম ও ভিড়ের চাপে, গতকাল পানিহাটির মহোত্সবঘাটে মৃত্যু হয় তিন পুন্যার্থীর। কিন্তু ঘটনায় দার কার? কাদের অব্যবস্থায় এই পরিণতি? উঠছে প্রশ্ন। এদিকে, গতকালের ঘটনার জেরে, আজ থমথমে মন্দির চত্বর। এলাকায় রয়েছে কড়া পুলিশি প্রহরা।
Continues below advertisement
Tags :
ABP Ananda Student Protest ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ WBCHSE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ekhon Kolkata HS Resul2022