Ekhon Kolkata(Seg-1):ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে ধৃত ৩ জনকে হেফাজতে নিল সিবিআই।Bangla News
Birbhum Violence:২১ মার্চ রাতে ঠিক কী ঘটেছিল বগটুই গ্রামে? তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর কারা একের পর এক বাড়িতে আগুন লাগিয়েছিল? উত্তরের সন্ধানে বগটুই গ্রামে গিয়ে মিহিলাল শেখ-সহ স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন সিবিআই অফিসাররা। রেকর্ড করা হয় তাঁদের বয়ান।
Jhalda:ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে ধৃত ৩ জনকে হেফাজতে নিল সিবিআই। নিহতের দাদা নরেন কান্দু, সুপারি কিলার কলেবর সিং ও কলেবরের আশ্রয়দাতা ব্যবসায়ী আসিক খানকে এবার জেরা করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিন পুরুলিয়া জেলা আদালতে আবেদন জানায় সিবিআই।
Kunal Ghosh:"আমি মন্ত্রী নই, আমাকে মনে করাতে হবে না। মন্ত্রী নই বলেই বলেছিলাম সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী জবাব দিতে পারবেন। মমতা ও ঈশ্বর জানেন যে আমি কখনও মন্ত্রী হতে চাইনি। আমি কোনও ভুল করলে ভাড়াটে সেনাকে সাফাই দিতে নামতে হয়, তার থেকে থুতু ফেলে ডুবে মরা ভাল।'' ফিরহাদের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া কুণাল ঘোষের।