Ekhon Kolkata (Seg 2): ভাইরাল অডিও ক্লিপ ঘিরে সরগরম যাদবপুর ক্যম্পাস। Bangla News
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ভাইরাল একটি অডিও ক্লিপ (Viral Audio Clip) ঘিরে সরগরম ক্যাম্পাস। যে অডিও ক্লিপে ছাত্রনেতাকে বলতে শোনা গেছে, "আমরা ছাগলের তৃতীয় সন্তান হয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন? আমি আজকে দাঁড়িয়ে বলছি, যাদবপুরের কোন শিক্ষকের কলার ধরতে হবে? আমি ধরে নেব। এতবড় ক্ষমতা রাখে সঞ্জীব প্রামাণিক। এত বড় কথা বলে দিলাম যে, কার কলার ধরতে হবে, আমি ধরে নেব।"
অডিও ক্লিপটি আমার কাছেও এসেছে। সর্বপ্রথম এই ক্লিপের সত্যতা যাচাই করা দরকার। এই ধরণের ঘটনা ঘটে থাকলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যাদবপুরের সংস্কৃতির সাথে তা একেবারেই মানানসই নয়। বললেন সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।
মাস দুই হতে চলল, কিন্তু যুদ্ধ থামার কোনও লক্ষণ তো নেইই বরং এখনও অব্যাহত রুশ হামলা। তারই মাঝে পরমাণু-হামলা চালাতে পারেন পুতিন, এই আশঙ্কায় বিশ্বকে সতর্ক করলেন জেলেনস্কি। ধ্বংসস্তূপের মাঝেই এক ইউক্রেন সেনার শেষকৃত্যের সাক্ষী হল ABP আনন্দ।