Ekhon Kolkata Seg 2: ভরদুপুরে কসবার মলের সামনে থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার পুলিশের।Bangla News
এবার ভরদুপুরে কসবার অ্যাক্রোপলিস মলের কাছ থেকে বারাসাতের ইটভাটা ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল। পরিবারের দাবি, পুলিশের বোর্ড লাগানো গাড়িতে করে ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় ১০-১২ জন দুষ্কৃতী। পরিবারের কাছে দেড়কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি কসবা থানায় জানানোর পর চাঞ্চল্য ছড়ায়। মাঝরাতে লালবাজারে বৈঠকে বসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এরপরই কসবা থানায় যান কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। আশপাশের থানাগুলিকে সতর্ক করে ব্যবসায়ী উদ্ধারে নামে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ির নম্বর চিহ্নিত করে গাড়ি মালিকের সন্ধান মেলে। সেই সূত্র ধরে আজ সকালে টালিগঞ্জ মেট্রোর কাছ থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ৫ জনকে।
পার্টি অফিসকে পানশালা বানিয়েছেন, ফুর্তি ছাড়া কিছুই করেননি’। তথাগতর ট্যুইটের পাল্টা আক্রমণে বিস্ফোরক দিলীপ ঘোষ।
সৌমিত্রদের সুরেই এবার সুকান্ত মজুমদারকে কটাক্ষ দিলীপ ঘোষের।