Ekhon Kolkata (Seg-B) : পুলিশকে গরুপাচারের অভিনব কৌশল খুঁজতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, ট্যুইট শুভেন্দুর

Continues below advertisement

দুধের গাড়ির আড়ালে গরু পাচারের অভিযোগ। আজ সকালে পুরুলিয়ার হুড়া থানা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুধের কন্টেনার। কিন্তু গাড়ির দরজা খুলতেই তার থেকে বেরিয়ে আসা গরু। ২২টি গরু উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় মৃত্যু হয় ৫টি গরুর। জখম হয় আরও ৫টি গরু। চালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ। পুলিশের দাবি, চাষের জন্য বিহারের ঔরঙ্গাবাদ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, তৃণমূলের যোগসাজশে গরু পাচার হচ্ছিল। অভিযোগ অস্বীকার শাসকদলের।

পুরুলিয়ায় দুধের কন্টেনার থেকে উদ্ধার গরু, রাজ্যকে নিশানা শুভেন্দুর। রাজ্যে এখনও কোটি কোটি টাকার গরুপাচারের সিন্ডিকেট সক্রিয়। অমিত শাহর নজরদারিতে বিএসএফ নিরাপত্তা আঁটোসাঁটো করেছে। তাই পুরনো পদ্ধতিতে গরুপাচার কঠিন হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী পুলিশকে গরুপাচারের অভিনব কৌশল খুঁজতে নির্দেশ দিয়েছেন। পুরুলিয়ায় দুধের কনটেনারে গরুর হদিশ সেটাই প্রমাণ করে। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram