Election 2026: ভোটের বাকি এখনও এক বছর, এই পরিস্থিতিতে TMC ও BJP উভয় দলই বেঁধে দিচ্ছে টার্গেট

ABP Ananda Live: ভোটের বাকি এখনও এক বছর। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা '২১৫+' টার্গেট বেঁধে দিয়েছিলেন। আর এবার শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেল একেক দিন, একেকরকম টার্গেটের সংখ্যা। গতকাল বিরোধী দলনেতা বলেছিলেন - 'রাজ্যে হব অন্তত ১৮০'। আর আজ সেই নিয়ে প্রশ্ন করতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। বললেন - "১৫০ আসনের ওপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগবো এবং আমি বলেছি ১৫০ শুধু নয় একটা স্বস্তিদায়ক লিড হবে।" পাল্টা ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেছেন - "বিজেপির ৭৭ থেকে কমে ৬০ আসনে নেমেছে। এরপরে ৩০ আসনের কমে নেমে গেলে শুভেন্দু অধিকারীই তো বিরোধী দলনেতা থাকতে পারবেন না।"

 

'ওঁর বিধায়ক হিসেবে সময়সীমা মাত্র ১ বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে..', কাকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর ?

 

নন্দীগ্রাম এবং ভবানীপুর। রাজ্য়ের দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্য়ে সবচেয়ে আলোচিত দুটো কেন্দ্র। বিরোধী দলনেতার মুখে আবার শোনা গেল ভবানীপুরে মমতাকে হারানোর হুঙ্কার। পাল্টা কালিম্পং থেকে কাকদ্বীপ, যেখানেই শুভেন্দু অধিকারী দাঁড়াবেন, ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola